মহাদেশ অনুসারে জনসংখ্যার কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় এশিয়া মহাদেশ সর্বাধিক সংখ্যক মানুষের বসবাস।জনসংখ্যার দিক দিয়ে ২য় অবস্তানে আছে আফ্রিকা মহাদেশ,৩য় ও ৪র্থ অবস্তানে রয়েছে যথাক্রমে ইউরোপ ও উত্তর আমেরিকা।৫ম অবস্তানে আছে দক্ষিন আমেরিকা।পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক বসবাস করে এশিয়া মহাদেশে।
No comments