আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
প্রতিটি মানুষের সহজাতা মমতাবুদ মা,মাতৃভাষা ও মাতৃভুমিকে কেন্দ্র করেই বিকশিত হয়।আর এই অকৃত্রিম মমতাবোধের চরম প্রকাশ ঘটেছে ১৯৫২ সালের ২১শে ফ্রেব্রুয়ারি বাঙালি সন্তানদের আত্নত্যাগের মধ্য দিয়ে।বাংলা মায়ের ভাষা মান রাখতে বাঙালীরা ডেলে দিয়েছে বুকের তাজা রক্ত, বিলিয়ে দিয়েছে প্রান।মাতৃভাষা জন্য বাঙালির আত্নদানের এই দিনটিই আজ সারা বিশে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে পালিত হচ্ছে। বাংলার অহংকার,গৌরব আজ ঘরের গন্ডি ছেরে ছড়িয়ে পড়েছে বিশবেপি।১৯৯৮ সালের ২৯ মার্চ তারা জাতিসংঘের মহাসচিব কফি আনানকে সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে যৌক্তিকতা এবং এই বিবস হিসাবে ২১ ফেব্রুয়ারিকে সীকৃতি প্রদান ও 'বিস্ময় মাতৃভাষা দিবস' হিসাবে ঘোষণার প্রস্তাব দেন।
No comments